ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বভারতীর শ্রীনিকেতনে ভারত-বাংলাদেশ আর্ট ওয়ার্কশপ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ৩, ২০১২

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে ভারত-বাংলাদেশের চিত্রশিল্পীদের নিয়ে একটি আর্ট ওয়ার্কশপ শুরু হয়েছে। বুধবার শুরু হওয়া এ ওয়ার্কশপে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে দুই দেশের ১৫ জন শিল্পী অংশ নিয়েছেন।



এই কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন কাইয়ুম চৌধুরী, মাহমুদ হক, আবদুল কাইয়ুম, রফিকুন নবী, পাহেরা চৌধুরী, পাপিয়া ইসলাম, আবদুস শাকুর, ফরিদা জামান, সুবীর চৌধুরী ও মুহম্মদ মনিরুজ্জামান।

ভারত থেকে অংশ নিয়েছেন পঙ্কজ পানোয়ার, গৌতম দাস, দিলীপ মিত্র, প্রশান্ত সাহু এবং অর্ঘ্যপ্রিয় মজুমদার।

মুহম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এই আর্ট ক্যাম্প দু’দেশের সর্ম্পককে আরো অটুট করবে। সরকারি উদ্যোগ এই ক্যাম্পে শিল্পীদের মধ্যে আদান-প্রদানের ভালো সুযোগ ঘটে।

ভারতের সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে আগামী ৫ মে পর্যন্ত এই আর্ট ওর্য়াকশপ চলবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।