আগরতলা (ত্রিপুরা) : এনসিটিসি বা সন্ত্রাস দমন কেন্দ্র আইনকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে বর্ণনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
শনিবার দেশের সব ক’টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
এর আগেও কেন্দ্রীয় সরকার বারবার চেয়েছে, এ আইন দেশে চালু করার জন্য। কিন্তু বিভিন্ন রাজ্য থেকে প্রতিবার বাধা এসেছে। ফলে এবার দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সভা ডেকেছিলেন প্রধানমন্ত্রী। চেয়েছিলেন এ আইন নিয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর জন্য।
কিন্তু এখানেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় এ আইনের তীব্র বিরোধিতা করেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশের সামনে আরও তীব্র সমস্যা রয়েছে। বেকারত্ম, দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষার মতো জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান না করে দেশের সন্ত্রাসবাদী সমস্যার সমাধান সম্ভব নয়। এসব সমস্যা থেকেই জন্ম নেয় সন্ত্রাসবাদ।
মানিক সরকার বলেন, কেন্দ্র যে আইন নিয়ে হাজির হয়েছে তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হানবে। নষ্ট করবে দেশের সংহতি।
অন্তত ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘সন্ত্রাস দমন কেন্দ্র’ (এনসিটিসি) নিয়ে। মুখ্যমন্ত্রীদের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এ আইন প্রণয়ন করতে বদ্ধপরিকর। তাই সব রাজ্যের পুলিশের মহানির্দেশক(ডিজিপি) এবং মুখ্যসচিবদের নিয়ে এর আগে একবার বৈঠক করেছিল কেন্দ্র। কিন্তু তাতেও কোনো ফল হয়নি।
কেন্দ্র রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চায়- এ অভিযোগ তুলে রাজ্যগুলো এ আইনের বিরোধিতা করেছিল।
কেন্দ্রের এ উদ্যোগে বরফ গলতে পারে, এমন সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময় : ০৫৪০ ঘণ্টা, মে ০৬, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর