কলকাতায়: কলকাতার নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। বেলা ১টা নাগাদ মার্কিন এয়ারফোর্সের বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি।
এদিন বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার কলকাতায় আসা হিলারি ক্নিনটন। বিকেলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সংগ্রহশালায় যাবার কথা রয়েছে তার। এর জন্য বিশেষ নিরাপত্তার খাতিরে দুপুরের পর থেকেই ভিক্টোরিয়ায় ঢোকার টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।
পরে সন্ধ্যার দিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন(আইসিসিআর)-এর ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিলারি। তবে নিরাপত্তার খাতিরে অনুষ্ঠানটি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
হিলারির সফরকে কেন্দ্র করে শহর কলকাতাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিমানবন্দর থেকে তাজবেঙ্গল হোটেল, সর্বত্র চলছে নজরদারি। তৈরি রাখা হয়েছে কুইক রেসপন্স টিমকেও। বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যাওয়ার কথা রয়েছে হিলারি ক্লিনটনের। ফলে সেখানেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তাজবেঙ্গল হোটেলেও। পাশপাশিই ঢেলে সাজানো হয়েছে মহাকরণকেও। সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর ঘর। রবীন্দ্রনাথের পুরনো ছবি সরিয়ে কবিগুরুর একটি পূর্ণাবয়ব ছবি লাগানো হয়েছে।
সোমবার মহাকরণের সেন্ট্রাল গেট দিয়ে হিলারি ক্লিনটন এবং তার প্রতিনিধিদল ছাড়া প্রবেশাধিকার থাকবে শুধু মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন কেবল মুখ্যসচিব।
সোমবার সকাল ৯টার পর থেকে মহাকরণের সামনের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৈঠকের পর সোমবার দুপুরেই দিল্লি রওনা হবেন হিলারি ক্লিনটন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০৬, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর