কলকাতা: নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার কলকাতার মহাকরণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার দ্বিতীয় দিনের সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করলেন।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে লা মার্টস থেকে সরাসরি মহাকরণে পৌঁছান হিলারি ক্লিন্টন৷ সকাল ১১টায় মহাকরণে পৌঁছান তিনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে নমস্কার-করমর্দন সেরে তিনি অ্যান্টি-চেম্বারে বৈঠকে বসেন ৷
প্রায় ২০ মিনিট ধরে চলে এই বৈঠক৷ এরপর সাড়ে ১১টা নাগাদ মার্কিন প্রতিনিধি দলের উপস্থিতিতে হিলারি ক্লিনটনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বিতীয় বৈঠক শুরু হয়৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব বাসুদেব ব্যানার্জি, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সমন ঘোষ উপস্থিত ছিলেন৷
এরপর ১২টা ১০ মিনিট নাগাদ মহাকরণ থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন হিলারি।
উল্লেখ্য, রবিবার ঢাকা থেকে কলকাতায় আসেন হিলারি৷ তিনদিনের ভারত সফরে এদিনই দিল্লি পৌঁছাচ্ছেন তিনি৷ সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণর পাশাপাশি প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও বৈঠক করবেন হিলারি৷
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
।