ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস প্রার্থীর স্বামীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, মে ১১, ২০১২

কলকাতা: আসন্ন পৌরভোটকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার হলদিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মিঠু সেনের স্বামী প্রণব সেনকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।



প্রণব সেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। সকালে কাজে যাওয়ার সময় তিনি অপহৃত হন।

অভিযোগ, গত কয়েকদিন ধরে স্ত্রীর প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল প্রণবকে। তাকে তমলুক থানার কাকটিয়ায় তৃণমূলের দলীয় দপ্তরে ঘণ্টা দেড়েক আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।

তারপর মিঠু সেন হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানের গাড়িত ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।

হলদিয়ার ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘এভাবে চললে পৌরভোট অবাধ ও শান্তপূর্ণ হবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে। ’

গত শুক্রবার তারাপদ মণ্ডল নামে এক কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। যদিও পরে তিনি ফিরে আসেন। এরপর নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো কংগ্রেসের তরফে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএমসহ রাজ্যের বিরোধী দলগুলি।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ১১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।