ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আগ্রহে মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ১১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের তৃণমূল জোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একান্ত সাক্ষাৎকার নেওয়ার আবেদন করছে আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

এর মধ্যে ওয়াশিংটনপোস্ট, রয়টার্সের মতো সংবাদমাধ্যমও রয়েছে বলে মহাকরণ সূত্রে জানা গেছে।



জানা গেছে, ইতিমধ্যেই শুক্রবার রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটানো, তার দীর্ঘ দিনের লড়াই- এসব নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিকমহল যথেষ্ট উৎসুক।

এদিকে, নতুন সরকারের বর্ষপূর্তিতে ১৯ ও ২৬ মে অনুষ্ঠান হচ্ছে কলকাতায়। মূল অনুষ্ঠান হবে ২০ মে নেতাজী ইনডোর স্টেডিয়ামে। কারণ ওই দিনই মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন।

রবীন্দ্রনসদন, মেট্রো চ্যানেলে ও মিলনমেলায় থাকছে প্রর্দশনী। এই প্রর্দশনীতে গত ১ বছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ১১, ২০১২
আরডি/ সম্পাদনা: বেনু সূত্রধর ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।