কলকাতা: রাজ্যে নয়া সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে সরকারি উদ্যোগে শনিবার বিকেল থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘প্রগতি উৎসব’।
এদিন বিকেল ৪টায় রাজ্যপাল এমকে নারায়ণের উপস্থিতিতে রাজ্য মন্ত্রীসভার সব সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিলন মেলায় এ উৎসবের সূচনা করবেন।
রাজ্য সরকারের বিগত ১ বছরের কর্মকাণ্ড ও উন্নয়নের তথ্য তুলে ধরার পাশাপাশি ছৌ নাচ, রণপা নৃত্য, সাওতালি নাচ, গ্রাম বাংলার লোক শিল্প প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হবে।
এই উৎসবের অঙ্গ হিসেবেই রোববার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পণ্ডিত রবিশঙ্কর, সুচিত্রা সেন, লেসলি ক্লাডিয়াস, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, জয় গোস্বামী, সঞ্জীব চট্টোপাধ্যায়, নচিকেতা প্রমুখ সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সন্মানে ভূষিত করা হবে।
মিলনমেলার পাশাপাশি রবীন্দ্রসদন ও মেট্রো চ্যানেলেও এই উৎসব অনুষ্ঠিত হবে। ১৯ মে থেকে ২৬ মে পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সরকারি বিভিন্ন দফতরের প্রর্দশনী দর্শকদের জন্য খোলা থাকবে।
রবীন্দ্রসদনে তথ্য-সংস্কৃতি, মেট্রো চ্যানেলে ক্রীড়া ও যুব কল্যাণ দফতর, বাকি ৬০টি দফতরেই স্টল হয়েছে মিলন মেলায়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর