কলকাতা: কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে রোববার বিকেলে সাময়িক স্বস্তি মিললেও ফের গরমে নাকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জনগণ।
সোমবারের চেয়ে মঙ্গলবার তাপমাত্র প্রায় ৩ ডিগ্রি বেড়ে সর্বোচ্চ ৩৯ ডিগ্রিতে পৌঁছায়।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বুধবার তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর তেমন সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
এদিকে গরমে নাজেহাল অবস্থা হলেও জুনের প্রথম সপ্তাহেই রাজ্যে বর্ষা আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুন কেরলে বর্ষা আসছে। তার ৭ থেকে ৮ দিনের মাথায় পশ্চিম বঙ্গে বর্ষা আসার সম্ভাবনা। ফলে গরমের হাত থেকে বেশ কিছুদিনের নিষ্কৃতি পেতে রাজ্যবাসীর আরও প্রায় দু’সপ্তাহ অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর