আগরতলা (ত্রিপুরা) : গত পাঁচ বছরে ৪৪১ কোটি টাকা বিনিয়োগ এসেছে ত্রিপুরা রাজ্যে। সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে দেড় হাজার যুবক-যুব মহিলার।
এ খবর জানিয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পবিত্র কর।
তিনি জানান, একটা সময় ছিল যখন এ রাজ্যে শিল্প বলতে কিছুই ছিল না। এখন একটু একটু করে এগোচ্ছে রাজ্যটি। ছোট ছোট শিল্প গোষ্ঠী এসে তাদের ইউনিট স্থাপন করছে এখানে। আসছেন বাংলাদেশের শিল্পপতিরাও। তারা রাজ্যের কাছে জমি চাইছেন শিল্প স্থাপনের জন্য।
গত পাঁচ বছরে ৪৪১ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে বলে জানান পবিত্র কর। তিনি বলেন, এ পরিমাণ বিনিয়োগ হয়তো শিল্পে উন্নত রাজ্যগুলোর জন্য কিছুই নয়। কিন্তু উত্তর-পূর্বাঞ্চলের পিছিয়ে থাকা রাজ্যগুলোর জন্য অনেক বড়।
ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম প্রতি বছরই এখন লাভ করছে। ২০১১-১২ অর্থবছরে তারা লাভ করেছে সাড়ে চার কোটি টাকা।
পবিত্র কর জানান, বাংলাদেশের প্রাণ গ্রুপ দুই একর জমিতে তাদের শিল্প ইউনিট গঠনের কাজ শুরু করেছে।
তিনি জানান, রাজ্যে এখন শিল্প স্থাপনের জন্য আরও জমির প্রয়োজন হয়ে পড়েছে। এ জমির জন্য শিল্প উন্নয়ন নিগম এবং রাজ্য সরকার চেষ্টা চালাছে।
বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, মে ২৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর