ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ট্যাক্সি ইউনিয়নের ডাকে কলকাতায় হরতাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মে ২৫, ২০১২

কলকাতা: ভাড়া বৃদ্ধিসহ একাধিক দাবিতে আগামী ৬ জুন থেকে ৮ জুন কলকাতার চারটি ট্যাক্সি ইউনিয়ন হরতালের ডাক দিয়েছে। এই ধর্মঘটে ৩৩ হাজার ট্যাক্সি সামিল হবে।



পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রধান বিমল গুহ বৃহস্পতিবার বলেন, রাতের ভাড়া ১৫ শতাংশ নয়, ২৫-৩০ শতাংশ বাড়ানো হোক। কেবল ট্যাক্সির ক্ষেত্রেই চারজন যাত্রী নেওয়ার নিয়ম মানা হচ্ছে। অন্য কোনো যানের ক্ষেত্রে তা মানা হচ্ছে না কেন, প্রশ্ন তোলেন তিনি।

তিনি জানান, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম কদিনের বাদেই বাড়বে তাই আগেই পথে নেমেছন তারা।

তিনি আরও বলেন, রাজ্যে নতুন সরকার আসার পরে চারবার পেট্রোলের দাম বাড়লো। সেই সঙ্গে এলপিজি গ্যাসেরও দাম বাড়তে চলেছে। ল্যাকজারি ট্যাক্সি পেট্রোলেই চলে। কিছু ট্যাক্সি ডিজেলে চললেও তাদের যন্ত্রাংশ পেট্রোজাত পণ্যেই চলে। গ্যাসেও চলে অনেক ট্যাক্সি। ফলে পেট্রোল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে সব ট্যাক্সি চালকেরাই ক্ষতিগ্রস্ত হবে।

এদিন রাজ্যে ট্যাক্সি ইউনিয়নগুলি বৈঠকে বসে ধর্মতলায় বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অফিসে।

উল্লেখ্য, ১৯ এপ্রিল ১০ দফা দাবিতে তারা হরতালের ডাক দেন। পরে পরিবহনমন্ত্রী মদন মিত্র রাতের ট্যাক্সি ভাড়া কিছুটা বাড়াতে সম্মত হন। তবে আবার পেট্রোলের দাম বৃদ্ধিতে রাজ্য সরকার ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করে কিনা সেটাই দেখার।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/এসএনএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।