ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১২
কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ

কলকাতা : গঙ্গার ইলিশের দেখা নেই। তবে কলকাতার বাঙালির রসনার চাহিদা পূরণে শনিবার থেকে কলকাতার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ।



রোববার পশ্চিমবঙ্গে জামাইষষ্ঠি। এবার জামাইয়ের পাতে দিতে শ্বশুরদের ভরসা একমাত্র পদ্মার ইলিশ। কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। তাই দাম এবার আকাশ ছোঁয়া।

শনিবার ও রোববার কলকাতার ৫টি স্টল থেকে পদ্মার ইলিশ বিক্রি করছে রাজ্য সরকারের সংস্থা বেনফিশ। রাজ্যের মৎস্য দফতরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা জানিয়েছেন, এসব স্টলে ইলিশের দাম পড়বে কেজি প্রতি ৫০০ রুপি।

জামাইষষ্ঠির সময়ে রাজ্যের সব বাজার মিলিয়ে ইলিশের চাহিদা থাকে প্রায় ২ হাজার টন।

সেখানে এ বছর পাওয়া গেছে ৪০০ থেকে ৪৫০ টন।

বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ আসা শুরু হয়েছে। শুক্রবার বন্দর বন্ধ থাকায় নতুন চালান আসেনি। শনিবার এসেছে। তাহলেও ঘাটতি আছে ১ হাজার ৬০০ টন। ফলে বাজারে ইলিশের দাম বাড়বে।

এমনিতে কলকাতার বাজারে এখন ইলিশের দাম ৫০০ থেকে ৬০০ রুপি। এবার সেই দাম ৮০০ রুপিতে ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সমস্যা নিয়ে শুক্রবারই বাংলাদেশ থেকে ইলিশ আমদানিকারক সংস্থা হিলশা ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ সারোয়ার মকসুদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সুব্রত সাহা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ইলিশ বিক্রি করবে রাজ্য সরকারের সংস্থা বেনফিশ।

পরে মন্ত্রী বলেন, দাম নিয়ন্ত্রনে রাখার জন্যই এই ব্যবস্থা।

সরকার নির্ধারিত দামে ৫০০ রুপি কেজি দরে স্টলগুলো থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিক্রি করা হচ্ছে ইলিশ। তবে ১টির বেশি কেউ কিনতে পারবেন না।

চাহিদা বাড়লে প্রয়োজনে আরো ইলিশ বাংলাদেশ থেকে আমদানি করা হবে।

বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।