নয়াদিল্লি: এক সপ্তাহের টানাপোড়েন আর তীব্র আন্দোলের পর ভারতে সামান্য কমতে চলেছে পেট্রোলের দাম।
একটি সুত্র জানিয়েছে, ভারতের জ্বালানি তেল কোম্পানিগুলি পেট্রোলের দাম লিটার পিছু ১ রুপি ৬০ পয়সা কমাতে পারে বলে জানা গেছে।
ডলারের তুলনায় রুপির দাম পড়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২৩ মে পেট্রোলের দাম এক ধাক্কায় সাড়ে সাত রুপি বাড়িয়ে দিয়েছিল জ্বালানি তেল কোম্পানিগুলো।
পেট্রোলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায় নিতে অস্বীকার করে কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস-সহ ইউপিএর একাধিক শরিকদল। বৃহস্পতিবার বিরোধীদের হরতাল আর বিক্ষোভ কর্মসূচিতে ব্যাহত হয় ভারতে জনজীবন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর