কলকাতা : পশ্চিমবঙ্গে ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭৭.৮৮ শতাংশ, যা গতবারের চেয়ে ১.৩৪ শতাংশ বেশি।
সোমবার কলকাতার বিদ্যাসাগর ভবনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পাশাপাশি ১০০ জনের মেধা তালিকাও প্রকাশ করা হয়।
এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার বিটিরোড গভর্মেন্ট হাইস্কুলের ছাত্র সৌরভ দাস। তার প্রাপ্ত নম্বর ৪৭৯। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের কৌস্তভ সাহা আর তৃতীয় স্থানে রয়েছেন হুগলির বাঁশবেড়িয়া হাই স্কুলের সৌম্য ভট্টাচার্য। ৪৭৪ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম ও সামগ্রিকভাবে চতুর্থ স্থান দখল করেছেন রামকৃষ্ণ সারদামনি হাইস্কুলের সুস্মিতা হালদার।
এবারের পরীক্ষায় কলকাতায় পাসের হার সব চেয়ে বেশি। এরপরেই আছে পূর্ব মেদিনীপুর।
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৭ লাখ ১৪ হাজার ১৪৪ জন পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে ৫ লাখ ৮৪ হাজার ৯৮০ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সোমবারই তাদের স্কুল থেকে মার্কশিট হাতে পেয়েছেন। এছাড়া এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মধ্যে এবারের পরীক্ষার ফল প্রকাশিত হল।
পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি সংসদের পক্ষ থেকে আগামী ২০১৩ সালের পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়। আগামী বছর ১৩ মার্চ থেকে ২৬ মার্চ মাত্র ১৩ দিনের মধ্যেই পরীক্ষা শেষ হবে।
বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, জুন ০৪, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর