ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘পশ্চিমবঙ্গে হিংসা ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ৪, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কার্য্যালয়ে রাজ্য বামফ্রন্টের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিমান বসু বলেন, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে সিপিএমের মিছিল বহু ক্ষেত্রে তৃণমূল কর্মী সমর্থকরা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন।

রোববার ৬ পুরসভা নির্বাচনে বাম কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলার শিকার হয়েছেন সাধারণ মানুষও।

তিনি বলেন, এছাড়া রোববারই হাওড়ায় সিপিএমকে পদযাত্রা করতে বাধা দেওয়া হয়। দলীয় কর্মী-সমর্থকদের ভয় দেখানোর পাশাপাশি তাদের ওপর হামলাও চালানো হয়।

তার দাবি, এভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হবে। তাই রাজ্যের উন্নয়নের কথা ভেবে হিংসামূলক কার্যকলাপ বন্ধ রাখার আবেদন জানান তিনি।

তিনি জানান, পৃথিবী জুড়ে আমেরিকা যুক্ত্রাষ্ট্রের সাম্রাজ্যবাদী কার্যকলাপের নিন্দা জানাচ্ছে বামফ্রন্ট। খুব শিগগিরই সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি পালন করবে বামফ্রন্ট। এ উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করা হবে।

বাংলাদেশ সময় : ২১৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।