আগরতলা (ত্রিপুরা) : প্রতিবন্ধী কল্যাণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন দফতরে সরকার ৫০০ জন প্রতিবন্ধীকে চাকরি দেবে।
মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মুখ্য মন্ত্রী মানিক সরকার।
তিনি জানান, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তাদের। বেশির ভাগই থাকবে গ্রুপ সি পদ। খুব শিগগিরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
৫০০ জনের মধ্যে ২০৫ জন নেওয়া হবে দৃষ্টিহীন, ২০৩ জন নেওয়া হবে চলন শক্তিহীন এবং ৯২ জনকে নেয়া হবে শ্রবণ শক্তিহীন প্রতিবন্ধীকে।
গত কিছু দিন আগে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল, দারিদ্র্যসীমার ওপরে আছেন, কিন্তু ১০০ শতাংশ দৃষ্টিহীন এবং ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধীদের
সরকারি ভাতা দেওয়া হবে। এর আগে এই ভাতা শুধু দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী প্রতিবন্ধীরাই পেতেন।
ভাতা দেবার সিদ্ধান্তের পর এবার প্রতিবন্ধীদের চাকরি দেবার সিদ্ধান্তও নিল রাজ্য সরকার।
বাংলাদেশ সময় : ১২৪৯ ঘণ্টা, জুন ০৬, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর