আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের নলছড়ের বামফ্রন্ট প্রার্থীকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।
উল্লেখ্য, রাজ্যের বামফ্রন্ট সরকারের গত ১৯ বছরের শাসন নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। চার্জশিট বলে খ্যাত এ পুস্তিকার নাম দেওয়া হয়েছে ‘ত্রিপুরা বামফ্রন্টের নৈরাজ্য ও অপশাসনের ১৯ বছর’।
সংবাদ সম্মেলনে কংগ্রেসের এ চার্জশিটের কড়া সমালোচনা করেন বিজন ধর। তিনি বলেন, কংগ্রেসের চার্জশিট বিভ্রান্তির দলিল। রাজ্যে গণতন্ত্র সম্পূর্ণ বিরাজমান। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার রয়েছে।
তিনি বলেন, রাজ্যে অনাহারে মৃত্যু নেই, ভিক্ষুক নেই। এর অর্থ রাজ্যে অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়েছে। কৃষকসহ সাধারণ মানুষের আত্মহত্যার প্রমাণ করার সাধ্য নেই কংগ্রেসের। উপজাতি, তপসিলি জাতি অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষজন এবং সংখ্যালঘুদের সর্বকালীন উন্নতি বাম আমলেই হয়েছে বলেও দাবি করেন বিজন ধর।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সৃষ্টি করার গুরুতর অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে নলছরের সিপিআই(এম) প্রার্থীকে প্রাণে মারার হুমকি কংগ্রেসের মতামতেই দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আগামী ১২ জুন রাজ্যে নলছড় বিধান সভা কেন্দ্রের উপ নির্বাচন। ইতিমধ্যেই এ উপ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক েউত্তেজনা দেখা দিয়েছে।
বিজন ধর আরো উল্লেখ করেন, রাজ্যে এ পর্যন্ত ১৮০১ জন সিপিআই(এম)সমর্থক খুন হয়েছেন।
সংবাদ সন্মেলনে কংগ্রেসের চার্জশিটের সমালোচনা করেন সিপিআই(এম) মুখপাত্র গৌতম দাসও।
বাংলাদেশ সময় : ১২১৫ ঘন্টা, জুন ০৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর