শিলিগুড়ি: জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তজনা ছড়িয়েছে শিলিগুড়ির কাওয়াখালিতে।
অনিচ্ছুকদের জমি ফেরত দেওয়ার পাশাপাশি জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে জমির মালিকরা বিক্ষোভ করেন।
এর ফলে জমিতে প্রাচীর দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। জমির মালিক সংগঠনের লোক সংখ্যায় বেশি থাকায় হঠতে বাধ্য হয় জমির দখল নিতে আসা সিন্ডিকেট কর্মীরা।
প্রথম অবস্থায় ঘটনাস্থলে পুলিশ না থাকলেও পরে কিছু সংখ্যক পুলিশ সদস্য সেখানে পৌঁছে জমির মালিকদের বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু উপনগরীর জন্য অধিগৃহীত জমি ফেরত না দেওয়া পর্যন্ত এই বিক্ষোভ তারা চালিয়ে যাবে বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর