শিলিগুড়ি : কাঁটাতারের ওপারের ভারতীয় কৃষিজমিতে জলসেচের ব্যবস্থা করতে এবার উদ্যোগী হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)।
কুচবিহারের হলদিবাড়ি সীমান্ত পরিদর্শনে এসে বৃহস্পতিবার একথা জানিয়েছেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এস কে সুদ।
নয়ারহাটে আয়োজিত এক অনুষ্ঠানে এস কে সুদ আঞ্চলিক জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এখানে তিনি জলসেচের জন্য বিএসএফের পক্ষ থেকে পাম্পসেট দেওয়ার কথা বলেন।
তিনি নয়ারহাটে ভুজলিপাড়া ক্যাম্পের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন।
সীমান্ত সমস্যা, গরুপাচার বন্ধ, কাঁটাতারের বেড়ার ওপারে কৃষি জমিতে সেচ ব্যবস্থা করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষদের হয়রানি কমানোর দাবি তোলেন পঞ্চায়েতের সহসভাপতি কমলকুমার রায়, উপপ্রধান রমানাথ রায় প্রমুখ। এ সমস্যা সমাধানে স্থানীয় মানুষের সাহায্য কামনা করেন বিএসএফের আইজি।
বিএসএফের সঙ্গে সর্ম্পক উন্নয়নে তিনি শিক্ষিত যুবক-যুব মহিলাদের জন্য প্রশিক্ষণের কথাও ঘোষণা করেন। এছাড়া গ্রামবাসীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময় : ১৩২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর