ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণবকে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ভোট দিলেও দেবে না সিপিআই ও আরএসপি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২১, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকে ৪ বামদলের মধ্যে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ভোট দিলেও সিপিআই ও আরএসপি ভোট দানে বিরত থাকবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে।

বিকালে এ ইস্যুতে দিল্লিতে ৪ বামদলের বৈঠকে প্রণবকে সমর্থনের প্রশ্নে আড়াআড়ি ভাগ হয়ে যায় বামফ্রন্ট ৷ যদিও দুপুরে সিপিএমের পলিটব্যুরো বৈঠকে তীব্র বিতণ্ডার পর প্রণবকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়।



৪ বামদলের বৈঠকের পর ফ্রন্টের শরিক সিপিআই এবং আরএসপি নেতৃত্ব জানিয়ে দেয়, তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রণবকে ভোট দেবে না। বিরত থাকবে ভোটদানে।

তবে সিপিএমের পাশাপাশি কংগ্রেস তথা ইউপিএর প্রার্থীকে ভোট দিতে রাজি হয়েছে আর এক শরিক ফরওয়ার্ড ব্লক। যদিও বৈঠকের পর আরএসপি নেতা দেবব্রত বিশ্বাস বিশ্বাস জানান, এ বিষয়ে সহমত পোষণ করতে পারলে ভালো হতো।  

এ বিরোধকে দিল্লির রাজনৈতিক মহল বাম ঐক্যে বড়সড় ফাটল বলে আখ্যা দিলেও সন্ধ্যায় সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, ভোটাভুটি নয়, আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা মোটেও বাম ঐক্যে ফাটল নয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।