ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইঙ্গিতে তৃণমূলের সমর্থন চাইলেন প্রণব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ২৩, ২০১২
ইঙ্গিতে তৃণমূলের সমর্থন চাইলেন প্রণব

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি পদে ইউপিএর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফরে এসে পরোক্ষে তৃণমূলের কাছে সমর্থন চেয়ে বার্তা পাঠালেন প্রণব মুখার্জি।

শনিবার সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তার গ্রাম কীর্ণাহারের উদ্দেশে রওনা দেওয়ার আগে ঢাকুরিয়ায় নিজের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।



এদিন তিনি বলেন, ইউপিএ সরকারে সামিল সব রাজনৈতিক দল রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে আমার প্রতি আস্থা জানিয়েছে। অথচ সরকারে সামিল একটি রাজনৈতিক দল এখনও আমাকে সমর্থন জানায়নি।

তিনি আরও বলেন, ‘সমাজবাদী পার্টির মতো ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থনকারী দল। সিপিএম, ফরওয়ার্ড ব্লকের মতো ইউপিএ-র বাইরে থাকা দলও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে সব দল এখনও সিদ্ধান্ত নেয়নি, তাদের কাছেও সমর্থন চাইছি। ’

রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখার্জির রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই কলকাতার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তার এই সংক্ষিপ্ত সফরসূচিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার বিষয়ে কিছু নির্দিষ্ট না থাকলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা কীর্ণাহার থেকে ফিরে তার সঙ্গে দেখা করতে পারেন তিনি।

সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সফর। শুক্রবার রাত নটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে সোজা ঢাকুরিয়ার বাসভবনে যান প্রণব মুখার্জি। বাসভবনের সামনে থেকে, নাম উল্লেখ না করেই তৃণমূলের উদ্দেশে বার্তাও দেন তিনি।
 
এদিন কীর্ণাহার যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তার গাড়ি থামিয়ে সংবর্ধনা দেন স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা।

হুগলীর ডানকুনিতে এমনই এক সংবর্ধনায় রাইসিনা হিলে যাওয়ার জন্য সবার আশীর্বাদ প্রার্থনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষিত হওয়ার পর কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের আবদ্ধে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি।

তবে প্রণব মুখার্জির কলকাতা সফরের মধ্যেই নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে রাজ্যের ক্ষমতাসীন জোটের দুই শরিক দলের মধ্যে।

তৃণমূল নেতা ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি, কংগ্রেসকে সিপিআইএমের বি-টিম বলে কটাক্ষ করেছন।

তারই জবাবে এদিন তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘আগে নিজেদের সিঙ্গুর সামলাক তৃণমূল। তারপর কংগ্রেসের সমালোচনা করুক। ’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।