ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৮৬ ঘণ্টা পর ৭০ ফুট গর্ত থেকে উদ্ধার ছোট্ট মাহি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১২
৮৬ ঘণ্টা পর ৭০ ফুট গর্ত থেকে উদ্ধার ছোট্ট মাহি

নয়াদিল্লি: ৮৬ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে রোববার ভারতীয় সেনা জওয়ানরা উদ্ধার করল ছোট্ট শিশু মাহিকে।

৮৫ ঘণ্টা পর গর্তে আটকে পড়া মাহির কাছে পৌঁছতে পারল উদ্ধারকারী দল ৷ রোববার সকাল পৌনে ৬টা নাগাদ মাহির কাছে পৌঁছে যায় সেনারা৷ মাহির পড়ে যাওয়া গর্তটির পাশে আড়াআড়িভাবে গর্ত খুঁড়ে মাহির কাছে অবশেষে পৌঁছতে পেরেছে সেনা জওয়ানরা৷

৫ বছরের শিশু মাহির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ ঘটনাস্থলে রয়েছে মেডিক্যাল টিম, ৪টি অ্যাম্বুলেন্স৷ সেনাবাহিনীর চিকিৎসক ও সরকারি চিকিৎসকরা তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন ৷

মাহিকে গর্ত থেকে বের করে এনেই চিকিৎসকদের হাতে তুলে দেয় সেনা৷ শনিবার রাতেই মাহির অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় উদ্ধারকারী দল৷

উল্লেখ্য, গত বুধবার দিল্লির কাছে গুরগাঁওয়ের মানেসরে ৭০ ফুট গভীর গর্তে পড়ে যায় ৫ বছরের মাহি।



বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যা্ন্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।