ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরবঙ্গে অতিবৃষ্টি, ভারি বৃষ্টি কলকাতাসহ দক্ষিণবঙ্গে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১২

কলকাতা: দক্ষিণবঙ্গসহ কলকাতায় ভারী বৃষ্টি রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



আগামী ২৪ ঘণ্টায় দুই চব্বিশ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার।

আবহাওয়া দফতর জানিয়েছে, এ মুহূর্তে রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। অন্যদিকে বিহার ও ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবেই মৌসুমীবায়ু সক্রিয় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টি শুরু হয়েছে। কিন্তু, এখনও প্রবল বর্ষণ থেকে কার্যত বঞ্চিতই থেকে গিয়েছে দক্ষিণবঙ্গ।

আবহাওয়াবিদদের মতে, যে ট্রপিক্যাল সিস্টেমের কারণে বর্ষা আসে, সেটাই এখনও সক্রিয় হতে পারেনি। এবছর অতিরিক্ত পশ্চিমী ঝঞ্ঝাও বিলম্বিত বর্ষার অন্যতম কারণ বলে জানিয়েছেন তারা।

মৌসুমী বায়ু এবছর দক্ষিণবঙ্গে ঢুকেছিলই দুর্বল হয়ে। তাই প্রবল বর্ষণ থেকে এখনও পর্যন্ত বঞ্চিতই থেকে গিয়েছে দক্ষিণবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে এক্কেবারে উল্টো ছবি। অতিবৃষ্টিতে সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।