ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের অনিচ্ছুক জমির মালিকদের ভাতা বাড়ালো সরকার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১২

কলকাতা: জমি দিতে অনিচ্ছুক সিঙ্গুরের চাষীদের ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেন, আগামী জুলাই মাস থেকে ১ হাজার থেকে বাড়িয়ে এই ভাতা ২ হাজার রুপি করা হচ্ছে।

এর পাশাপাশি সপ্তাহে ২ কেজি চাল বরাদ্দও জারি থাকবে।

জমি ফেরত না দিতে পারা পর্যন্ত এই ভাতা চালু থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, এর ফলে সেখানকার চাষী ও ক্ষেতমজুরদের কিছুটা হলেও সুরহা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।