ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সালমানের ভাই আরবাজের গাড়ির ধাক্কায় নিহত ফুটপাতবাসী

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২, ২০১২

মুম্বাই: বলিউড অভিনেতা ও চিত্র প্রযোজক আরবাজ খানের গাড়ির ধাক্কায় নিহত হলেন ৭০ বছরের এক ফুটপাথবাসী।

রোববার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুম্বাইয়ের বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুজ চার্চের কাছে।

সে সময়ে গাড়ি চালাচ্ছিলেন সালমান খান ও আরবাজ খানের ছোট ভাই সোহেল খানের ড্রাইভার ধনঞ্জয় পিম্পেল। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না আরবাজ বা তার ভাই সোহেল খান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টা নাগাদ অভিনেতা এবং চিত্র প্রযোজক আরবাজ খানের ছাই রঙা ল্যান্ড ক্রুজারের (নম্বর- এমএইচ ০৬ ডব্লিউ ৫৪০) ধাক্কায় গুরুতর আহত হন চন্দন বালা নামে ওই বৃদ্ধা। নিহত চন্দন বালা ফুটপাথের বাসিন্দা ছিলেন।

অভিযোগ উঠেছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় দুর্ঘটনাগ্রস্ত বৃদ্ধাকে। এরপরই মৃত্যু হয় চন্দন বালার।

তদন্তে নেমে  পুলিশ জানতে পারে, দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা ও চিত্র পরিচালক সোহেল খানের চালক ধনঞ্জয় পিম্পেল। একাধিক ধারায় মামলা রুজু করে ধনঞ্জয় পিম্পেলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না আরবাজ খান বা সোহেল খান কেউই। তবে গাড়ির মালিকানাসূত্রে তাদের জবানবন্দী নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে ২০০২ সালে বান্দ্রাতেই এক ফুটপাথবাসীকে বেপরোয়াভাবে গাড়ির নিচে পিষে দিয়েছিলেন অভিনেতা সালমান খান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।