ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রাপোল সীমান্ত থেকে ১০ সোনার বার জব্দ করেছে বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
পেট্রাপোল সীমান্ত থেকে ১০ সোনার বার জব্দ করেছে বিএসএফ

কলকাতা: ভারতের পেট্রোপোল (হরিদাসপুর) সীমান্ত থেকে ১০টি সোনার বার জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জব্দ করা এসব সোনার ওজন ১১৬৬ দশমিক ৪৬০ গ্রাম।

ভারতীয় বাজারে এর আনুমানিক মূল্য ৮৪ লাখ রুপি।

বর্ডার ফাঁড়ি হরিদাসপুরের দায়িত্বরত বিএসএফ সদস্যরা সোনাগুরো জব্দ করে। এ সময় এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। সোনাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়েছিল বলে জানিয়েছে বিএসএফ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সীমান্তরক্ষী বাহিনী জানায়, গতকাল মঙ্গলবার তল্লাশি চলাকালীন সকাল সাড়ে ছয়টার দিকে বনগাঁ রেলস্টেশনে থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার ভবানীপুরের বাসিন্দা।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বনগাঁর এক বাসিন্দার বাহক হিসেবে তিনি কাজ করতেন। বনগাঁ থেকে কলকাতায় সোনা সফলভাবে পাচার হলে তাকে বার প্রতি ১০০ রুপি করে দেওয়া হতো। গত ৯ সেপ্টেম্বর বনগাঁর বাটা মোড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে তিনি ১০টি সোনার বার নিয়ে শিয়ালদহে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। মঙ্গলবার বনগাঁ থেকে ট্রেনে ওঠার আগে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

সোনাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পেট্রাপোলে কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
ভিএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।