ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
ত্রিপুরায় বিপুল পরিমাণ মদ উদ্ধার

আগরতলা, (ত্রিপুরা): শারদীয় দুর্গাপূজায় ত্রিপুরায় যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে। এজন্য তৎপর রয়েছে রাজ্য প্রশাসন।

শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও তৎপর রয়েছে। তাই উৎসবের নিরাপত্তা রক্ষার দায়িত্বের পাশাপাশি নেশাবিরোধী অভিযান জারি রয়েছে পুলিশের। এরই অংশ হিসেবে রাজধানীর পশ্চিম আগরতলা থানার পুলিশ রাধানগর আবাসন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ জব্দ করে।

পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ দাস বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমকে জানান, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাধানগর আবাসন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহার ঘরে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি অভিযানের ফলে তার ঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়।

উদ্ধার করা মদ থানায় নিলেও অভিযুক্ত বিশ্বজিৎ সাহাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশ্বজিৎ সাহা আগেই পালিয়ে যায়। উৎসবের দিনগুলোতে এভাবে অবৈধ মদ বিক্রেতাদের নামে পুলিশি অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।