ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আপে কোটিপতি প্রার্থীর সংখ্যা প্রায় ১শ’

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
আপে কোটিপতি প্রার্থীর সংখ্যা প্রায় ১শ’

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শেষ হল। প্রস্তুতি চলছে পঞ্চম দফার।

পরবর্তী ভোট হবে ১৭ এপ্রিল। মোট ৯ দফায় ভোট শেষ হবে ১২ মে। এরমধ্যে হেভিওয়েটদের নিয়ে অনেক প্রসঙ্গ উঠে এসেছে।

এবার আলোচনায় স্থান পেয়েছে নাম আম আদমি পার্টি। চলতি লোকসভা নির্বাচনে আপ‘র হয়ে প্রতিদ্বন্ধীতাকারীদের  অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে `আমজনতা` নন। প্রথম পাঁচ দফার নির্বাচনে আপ’র এমন ২০০ জনের মধ্যে অন্তত ৮৬ জন কোটিপতি।

বেঙ্গালোরের আপ প্রার্থী প্রাক্তন ইনফোসিস সিইও বালাকৃষ্ণানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৮৯ কোটি টাকা।

৪০০ জন প্রার্থীর নির্বাচনী প্রচারের জন্য বর্তমানে আপ’র যৌথ তহবিলে ২৫ কোটি টাকার বেশি নেই। ইতোমধ্যে আপ তহবিল অর্থ সঙ্কটে ভুগতে শুরু করেছে।

আপ-এর অন্য কোটিপতিদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের অঞ্জলি ডামানিয়া (১৯ কোটি টাকা), অবসরপ্রাপ্ত জেনারেল আরএস কাদিয়ান (১৩ কোটি টাকা), অভিনেত্রী-সমাজকর্মী গুল পানাগ (১২ কোটি টাকা)।

অনেক সাংবাদিক তাঁদের পেশা ত্যাগ করে আম আদমি পার্টিতে যোগদান করেছেন। অনেকেই এবার নির্বাচনে দলের হয়ে লড়ছেন। কোটিপতিদের লিস্টে তাঁরাও বেশ দাপটের সঙ্গেই বিরাজ করছেন।

স্টার নিউজের প্রাক্তন সঞ্চালিকা সাজিয়া এলমির সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। পিছিয়ে নেই অনিতা প্রতাপ (২০ কোটি টাকা), আশুতোষ (৮ কোটি টাকা), আশিষ খেতান (১ কোটি টাকা), জার্নালি সিং (১ কোটি টাকা)।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।