ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেলের পাড়ায় বিশ্বকাপ তাই কলকাতায় হাজির সবকটি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ৮, ২০১৪
পেলের পাড়ায়  বিশ্বকাপ তাই কলকাতায় হাজির সবকটি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে কিংবা ইংল্যান্ড আবার জার্মানি, স্পেন অথবা জাপান, কিংবা ইরান বা হুন্ডুরাস, সবাই হাজির কলকাতায়। অবাক হলেও কথাটা অক্ষরে অক্ষরে সত্যি।

পেলের পাড়ায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ আর সেখানে ফুটবল পাগল কলকাতা কি করে বাদ পড়ে!

সেই কবে প্রয়াত শিল্পী মান্না গেয়েছিলেন 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল/ কি মধু আছে ঐ তোমার নামেতে আহা ফুটবল' ”। আর সেই সময় থেকেই ফুটবল প্রিয় বাম কিংবা অ-বাম বাঙালির কাছে এটি প্রায় গণসংগীতের জায়গা করে নিয়েছে।

World_cup_feaverসত্যিই “কি মধু আছে ঐ তোমার নামেতে আহা ফুটবল! ফুটবল যে শুধুমাত্র বাঙালির প্রিয় খেলা তাই নয় এটি পশ্চিমবঙ্গবাসীর কাছে মধুর মতই মিষ্টি। আর সেটা যে কত সত্যি তার প্রমাণ পাওয়া গেল দক্ষিণ কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে।

কংক্রিটের জঙ্গলে মূল কলকাতায় পাড়ার খেলারমাঠ প্রায় ঐতিহাসিক চরিত্র হয়ে উঠেছে। যেগুলো আছে সেগুলি সুদৃশ্য পার্ক। পার্কগুলো দৃষ্টিনন্দন কিন্তু ক্রীড়াবান্ধব নয়। রিয়েলএস্টেট কলকাতার বাঙালির জীবন থেকে কেড়ে নিয়েছে পাড়ার ফুটবল। যেখানে মাঝে মাঝে ছুটির দিনে পাড়ার মাঠে মধ্য চল্লিশের বেড়ে ওঠা ভুঁড়িকে উপেক্ষা করে খালি পায়ে ছেলেদের সঙ্গে মাঠে নেমে পড়তেন বাবা-কাকারাও।

হারিয়ে যাওয়া অতীত নিয়ে বাঙালি সাধারণত কিছুটা নস্টালজিক এবং কিছুটা দুখঃবিলাসী! তবে এটা বিশ্বকাপ তাই একদিকে যখন ব্রাজিল মাতবে ভুভুজেলা আর সাম্বায় তখন ব্রাজিল জিতলে গোটা পাড়াকে মিষ্টি খাওয়াবেন বলে কথা দিয়েছেন ব্রাজিল ভক্তদের অনেকেই।


শুধু ব্রাজিল কেন আর্জেন্টিনা,জার্মানি, ইটালির ভক্তদের জন্য আলাদা আলাদা মিষ্টি নিয়ে এসেছে কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারী সংস্থা বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক।

তারা হাজির করছে প্রায় প্রতিটি দলের জার্সির রঙের সন্দেশ এবং বিভিন্ন মিষ্টি। শুধু তাই নয় অবিকল বিশ্বকাপ-এর আদলে এবং বিশ্বকাপের উচ্চতার মিষ্টি বানিয়েছেন তারা। এছাড়াও সন্দেশের মধ্যে বিশ্বকাপ তো রয়েছেই।

বিশেষ ভাবে রয়েছে চকোলেট সন্দেশের ফুটবল। ইতিমধ্যেই তারা বিভিন্ন দেশের জার্সির রঙের সন্দেশের বরাত পেতে শুরু করেছেন । তবে সবথেকে বেশি বরাত আসছে ব্রাজিলের সেটা বলাই বাহুল্য।

অনেকেই আসছেন দেখতে, কিন্তু দেখার পর বাক্স ভরে বাড়ি নিয়েও যাচ্ছেন। দোকানে দেখা হল এক আর্জেন্টিনার ভক্তের তিনি জানালেন 'মেসি ম্যাজিক' দেখা যাবে এবারের বিশ্বকাপে। তার মতে আগামী দিনে ডিয়োগো মারাদোনাকেও ছাপিয়ে যাবেন মেসি। হাজির থাকা ব্রাজিল সমর্থকরা সহাস্য প্রতিবাদ করলেন। তারা নেইমার-এর ভক্ত। জানালেন “নেইমারময়” হবে বিশ্বকাপ ২০১৪।

ভারত খেলছে না! তো কি যায় আসে! বিশ্বকাপে প্রবল ভাবে আছে কলকাতা, সে রাত জেগে ফুটবলেই হোক বা মিষ্টিতে। কয়েকটি বিশ্বকাপ সন্দেশের স্বাদ চেখে বেরোবার সময় চোখে পড়ল একটি সদ্য কিশোর বায়না ধরেছে ব্রাজিল সন্দেশ কেনার জন্য। সঙ্গে তার বাবা। সংবাদ মাধ্যমের প্রতিনিধি বুঝতে পেরে বললেন “কি মুশকিল বলুনতো! আমার পরিবারের সবাই প্রথম থেকেই মারাদোনার ভক্ত। কিন্তু ছেলেটা হয়েছে ব্রাজিলের সমর্থক। আসলে একেই বোধহয় বলে প্রজন্মগত ব্যবধান!”

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ০৮ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।