ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেল বাজেট নিয়ে উত্তাল লোকসভা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
রেল বাজেট নিয়ে উত্তাল লোকসভা ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় সরকার মঙ্গলবার নয়াদিল্লিতে লোকসভায় ঘোষণা করবে রেল বাজেট। কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টা আগের দিন সোমবারই মূল্যবৃদ্ধি নিয়ে উত্তাল হয়ে উঠল লোকসভা৷ রেলে যাত্রী ও পণ্যভাড়া বৃদ্ধি ও সেই সঙ্গে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের বিক্ষোভ প্রতিবাদের জেরে মুলতবি রাখা হয় বাজেট অধিবেশন৷ 

তদুপরি রেলের ভাড়া বৃদ্ধি ও বাংলাসহ যেসব রাজ্যে বিজেপি কাঙ্খিত ভোট পায়নি তাদের রেল সংক্রান্ত নানা প্রকল্প বাতিল হওয়ার আতঙ্কও ছিল বিক্ষোভকারীদের মধ্যে৷

বিশেষ করে গত কয়েকদিন ধরেই প্রবল উদ্বেগের প্রহর গুনছেন পশ্চিমবঙ্গের মানুষ৷ সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের চোখ এখন একটাই–রেল বাজেট৷ এক দফা ভাড়া বেড়েছে ইতিমধ্যেই৷ টান পড়েছে নিত্যযাত্রীদের পকেটে৷

এদিকে অফিসটাইমে রোজই লোকাল ট্রেনের নানা সমস্যায় জেরবার নিত্যযাত্রীরা৷ কখনও দেরিতে পৌঁছ‍াচ্ছে ট্রেন৷ কখনওবা দেখা দিচ্ছে জটিল সমস্যা৷ যার জেরে বাড়ি ফেরার সময় ঘণ্টার পর ঘণ্টা মাঝপথে আটকে পড়ার ঘটনা তো ঘটছেই৷

একইসঙ্গে অফিসে যাওয়ার সময়ও চূড়ান্ত দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন রেলযাত্রীরা৷

মেট্রো পরিসেবার হালও খারাপ৷ কখনও রেলের ব্রেক ডাউন হয়ে যাওয়ায় সুড়ঙ্গ পথে হাঁটিয়ে বার করতে হচ্ছে যাত্রীদের৷ কখনও মেট্রো লাইনে ফাটল ধরা পড়ে ব্যাহত হচ্ছে চলাচল।

গত ১৫ দিনে কলকাতা মেট্রোর লাইনে ফাটল ধরার ঘটনা ঘটেছে অন্তত তিনবার৷ সাম্প্রতিক মেট্রোবিভ্রাটের ঘটনা ঘটেছে মুম্বাইয়েও৷

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।