ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১৪ দিনের রিমান্ডে নুর হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জুলাই ৭, ২০১৪
১৪ দিনের রিমান্ডে নুর হোসেন নুর হোসেন

কলকাতা: আলোচিত নারায়ণগঞ্জ ‘সেভেন মার্ডার’ –এর প্রধান আসামি নুর হোসেন ও তার সহযোগীদের ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে নেওয়া হয়।

কলকাতা থেকে গ্রেফতার নুর হোসেন, খান সুমন ও তার সহযোগীদের বারাসাত আদালতের বিচারপতি ফের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইসঙ্গে আসামিদের আগামী ২১ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে ঢোকার আগে সাংবাদিকদের নুর হোসেন জানান, তাকে ফাঁসানো হয়েছে। তবে কে বা কারা তাকে ফাঁসিয়েছে সে ব্যাপারে তিনি মুখ খোলেন নি।

গ্রেফতার হওয়া অপর আসামি খান সুমন জানান, তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন নি। তাকেও ফাঁসানো হচ্ছে।


কলকাতার বাগুইহাটি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় নুর হোসেন, খান সুমনসহ আরও কয়েকজনকে।

সোমবার আদালতে হাজির করা হলে নুর হোসেনের চেহারায় কোনো অনুতাপ বা ভয়ের ছাপ ছিল না। বরং, তিনি ছিলেন যথেষ্ট হাসিখুশি ও চাপমুক্ত। পুলিশের গাড়ি থেকে নামবার সময় নুর হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বাম হাতের দুই আঙুল দিয়ে ভিক্টরি চিহ্ন দেখান।

অন্যদিকে কিছুটা উত্তেজিত ও হতাশ ছিলেন খান সুমন। তিনি আদালতে প্রবেশ করার আগে বার বার নিজে নির্দোষ বলে দাবি করতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।