ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর কাজে অভিভূত ক্লিনটন

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, জুলাই ১৭, ২০১৪
মোদীর কাজে অভিভূত ক্লিনটন

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা’র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে ভারতের প্রস্তুতি বিষয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। মোদী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।



ক্লিনটন বৃহস্পতিবার এ কথাটাই জানিয়ে দিলেন খোদ ভারতের মাটিতে দাঁড়িয়ে। ক্লিনটন এও বলেন, তিনি চান- হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করুন।

এদিন গোলাপী শহর জয়পুরে এনডিটিভি’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, গুজরাটে মোদী মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি তাঁর প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন। ক্লিনটন আরও বলেন, তিনি মোদীর অর্থনেতিক নীতিসমূহ দেখে অভিভূত।

তিনি বলেন, ক্যাপিটালিজম খারাপ শব্দ নয়, তবে তার একটা লিমিট থাকা প্রয়োজন। রাষ্ট্র পরিচালিত ক্যাপিটালিজম খারাপ। ভারতে ক্যাপিটালিজম সীমিতভাবে এগিয়েছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণে মোদীর ভিসা বিতর্ক প্রসঙ্গে ক্লিনটন বলেন, ২০০২ সালে দাঙ্গার কারণে সেটি হয়েছিল। এখন তা অতীত। বিশ্বের বিশাল গণতান্ত্রিক দেশ ভারতের মানুষ তাকে রাষ্ট্রনায়ক বানিয়েছে।

ক্লিনটন বলেন, তদুপরি মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যে উদারতা দেখিয়েছেন তা বিরল। তাঁর এ উদ্যোগ ভারতের মুসলিমদের আস্থায় এনেছে। অর্থাৎ তাঁর কাছে এখন সবাই সমান। কারো প্রতি বিমাতাসুলভ আচরণ নয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।