ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মহানায়ক পুরস্কার ও মহানয়িকা সম্মাননা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, জুলাই ২৫, ২০১৪
কলকাতায় মহানায়ক পুরস্কার ও মহানয়িকা সম্মাননা প্রদান

কলকাতা: চলচ্চিত্রের অবদানের জন্য বাংলা সিনেমার মহানায়ক ও মহানায়িকা স্মরণে কলকাতায় ‘মহানায়ক উত্তম কুমার পুরস্কার’ এবং ‘মহানায়িকা সুচিত্রা সেন সম্মান’ দেওয়া হযেছে।

চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় এই সম্মান দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

কলকাতার নজরুল মঞ্চে বৃহস্পতিবার রাজ্যসরকারের মুখ্যমন্ত্রী এ পুরস্কার তুলে দেন।

এবার ‘মহানায়ক সম্মানে’ ভূষিত করা হয়েছে পাগলু খ্যাত নায়ক ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব ও অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জীকে।

মহানায়িকা সম্মানে ভূষিত সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী ও তৃনমূল কংগ্রেসের সংসদ সদস্য মুনমুন সেনকে।

একই অনুষ্ঠানে বাংলা সিনেমার নায়ক ও তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি হিরণকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়।

এছাড়া পুরস্কার পেয়েছেন গায়ক ইন্দ্রনীল সেন, অভিনেতা রুদ্রনীল ঘোষ, আবির চট্টোপাধ্যায়, নবাগত নায়ক অঙ্কুশ, খরাজ মুখ্যার্জি, অরিন্দম শীল ও ঋত্বিক চক্রবর্তী।

অভিনেত্রীদের মধ্যে সায়ন্তিকা, নুসরত, পায়েল, মিমি, পাওলি দাম , শ্রিলা মজুমদার এবং অনুরাধা রায়কে এ পুরস্কার দেওয়া হয়।

অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের বিধানসভার সদস্য দেবশ্রী রায়, মমতা শঙ্কর, সংগীত শিল্পী কুমার শানু, শিবাজী চট্টোপাধ্যায়, আরুন্ধুতি হোম চৌধুরী, আবির চ্যাটার্জী প্রমুখ।

পরিচালক স্বপন সাহা, কমলেশ্বর মুখ্যার্জি, প্রদীপ্ত ভট্টাচার্যকে বিশেষনা দেওয়অ হয়। পোশাক ডিজাইনার শ্রাবণী দাসকেও এ সম্মান জানানো হয়।

এর আগে সকালে কলকাতার স্টুডিও পাড়ায় মহানায়কের ভাস্কর্যে মালা দিয়ে শ্রদ্ধা জানান টালিগঞ্জের শিল্পীরা।

প্রশাসনিক ভবন  নবান্ন-এ রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তম কুমারের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ২৪ জুলাই , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।