ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মমতা-আবিদা সাক্ষা‍ৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
কলকাতায় মমতা-আবিদা সাক্ষা‍ৎ

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষা‍ৎ করলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে এ সাক্ষাৎ হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত।



সবশেষ দুই বছর কলকাতায় কর্মরত থাকার পর সেপ্টেম্বর মাসে দেশে ফিরছেন আবিদা ইসলাম।

দেশে ফেরার আগে এ সাক্ষাৎ সৌজন্যমূলক বলে জানানো হয় নবান্ন সূত্রে।

সূত্র আরও জানায়, সাক্ষাতে পারস্পারিক সৌজন্য বিনিময় হয়েছে। তারা একে অন্যের ভবিষ্যত জীবনে সফলতা কামনা করেন।

মমতা বন্দোপাধ্যায়কে তার পক্ষ থেকে উপহার দেন আবিদা ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন মোহাম্মদ মনিরুল কবির (চ্যান্সেলর অ্যান্ড এইচ ও সি বাংলাদেশ উপ-হাইকমিশন)।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এ সাক্ষাৎ নিয়ে আলোচনা ছিল। তবে আজকের সাক্ষাতে কোনো কূটনৈতিক বিষয় আলোচনা হয়েছে কি-না সেই বিষয়ে কোনো পক্ষই মন্তব্য করেনি।

সাক্ষাৎ শেষে আবিদা ইসলাম বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা সাক্ষাৎ নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেও তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।