ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শারদ উৎসবে প্রতিমার চক্ষুদান করবেন মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
শারদ উৎসবে প্রতিমার চক্ষুদান করবেন মমতা ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন- এ কথা জানেন সবাই। তবে এ বছরের শারদ উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্য এক ভূমিকায়।

তিনি এবার দুর্গা প্রতিমার চোখ আঁকবেন।

জানা যায়, বাড়ির অদূরে একটি বারোয়ারি পূজাতেই প্রতিমার চক্ষুদান করবেন মমতা।

বিখ্যাত শিল্পী সনাতন দিন্দার পরিকল্পনায় তৈরি হচ্ছে দক্ষিণ কলকাতা ‘চেতলা অগ্রণী সংঘ’-এর প্রতিমা ও পূজামণ্ডপ। আর মহালয়ার দিন সেই মণ্ডপেই প্রতিমার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী।

প্রতিমা তৈরিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলে শিল্পী সনাতন দিন্দা। সে আহ্বানেই সাড়া দিয়ে প্রতিমার চক্ষুদান করতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী।

পূজা কমিটির পক্ষে থেকে জানানো হয়েছে, পেশাদার শিল্পীদের মতোই উঁচু টুলে দাঁড়িয়ে দুর্গা প্রতিমার তৃতীয় নয়নটি আঁকবেন মুখ্যমন্ত্রী। আর শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কাজ দেখার জন্য অধীর অপেক্ষায় মণ্ডপে কর্মরত বিভিন্ন শিল্পীসহ এলাকার সমস্ত মানুষ।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।