ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে মান্না দে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে মান্না দে মান্না দে

কলকাতা: শুক্রবার (২৪ অক্টোবর) প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে-এর প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এর প্রাক্কালে তার সঙ্গীত জীবনকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষায়, আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে চলে আসবেন মান্না দে।

গবেষণার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে মান্না দে গ্যালারি আরো সমৃদ্ধ করার উদ্যোগ শুরু হয়েছে শিল্পীর পরিবার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

জানা যায়, শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাদরে তা গ্রহণ করে।

এদিকে, পশ্চিমবঙ্গের সঙ্গীত জগত সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।