ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিদেশিদের নিরাপত্তায় কঠোর আইন দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
বিদেশিদের নিরাপত্তায় কঠোর আইন দাবি

কলকাতা: বর্ণবিদ্বেষ বন্ধ করতে ভারতে নতুন আইনের দাবি জানালেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সিপিএম সংসদ সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে ভারতে আসা বিদেশিদের নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।



বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজ্যসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকজন নাগরিকের ওপর আক্রমণের ঘটনা তুলে ধরে সোচ্চার হন সাবেক এই ছাত্রনেতা।

তিনি বলেন, দেশের এক প্রান্তের মানুষ যাতে অন্য প্রান্তে নিরাপদে বসবাস করতে পারেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতি ও বর্ণবিদ্বেষ থেকেই এসব হামলা করা হয়েছে।

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মনিপুর, মিজোরামের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

এরমধ্যে নিজো তানিয়াম হত্যা, মণিপুরি বালিকার ধর্ষণ, গুরগাঁওয়ে নাগাল্যান্ডের তিন যুবকের ওপর হামলা, কন্নড় ভাষায় কথা বলতে না পারায় মণিপুরের এক বাসিন্দাকে আক্রান্ত হতে হয়েছে বেঙ্গালুরুতে। এ ধরনের বেশ কিছু ঘটনা তুলে ধরেন তিনি।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বিদেশি ও দেশের এক অঞ্চলর মানুষ অন্য জায়গায় গিয়ে যাতে নিরাপদে থাকতে পাড়েন সেজন্য কঠোর আইন করা প্রয়োজন।

এছাড়া দেশের মেট্রো শহরগুলোতে হেল্প লাইন চালুরও দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।