ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মমতার সভা সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
কলকাতায় মমতার সভা সোমবার

কলকাতা: কলকাতায় শহীদ মিনারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সোমবার। তৃণমূল যুব কংগ্রেসের ডাকা এ সভা উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুত সভাস্থল।



রোববার (৩০ নভেম্বর) বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার পর দিনই এ সভা করছেন মমতা।

দলটির মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, বেলা ১২টায় শহীদ মিনারে সভা শুরু হবে। মুখ্যমন্ত্রী আগেই এ সভার কথা ঘোষণা করেছিলেন।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা থেকে কর্মীরা শহীদ মিনারে আসবেন।

এ সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা।

নেতাজি ইনডোরে দলের কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলায় যদি দাঙ্গা হয় তাহলে সাধারণ মানুষ তা মেনে নেবে না।

ধারণা করা যাচ্ছে, এ সভাতেও বিজেপি’র প্রতি যথেষ্ট কড়া বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।