ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান হামলায় জড়িত জেএমবি সদস্য আসামে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
বর্ধমান হামলায় জড়িত জেএমবি সদস্য আসামে আটক ডা. শাহানুর আলম

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে জড়িত জেএমবি সদস্য ডা. শাহানুর আলমকে আসাম থেকে আটক করা হয়েছে। আটকের পর তাকে কলকাতায় নেওয়া হতে পারে বলে জানা গেছে।



শুক্রবার (৫ ডিসেম্বর) আসামের নলবারি জেলা থেকে তাকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। একমাস আগে ৬ নভেম্বর আসামের গুয়াহাটি থেকে শাহানুরের স্ত্রী সুজনাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
আটক শাহনুর আলম ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তালিকাভুক্ত সন্ত্রাসী।

বর্ধমান বিস্ফোরণের তদন্তভার এনআইএ-এর হাতে যেতেই এই চিকিৎসক দম্পতির নাম সামনে আসতে থাকে।

এনআইএ সূত্র জানায়, চিকিৎসক শাহনুরের স্ত্রী সুজনা পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় মেয়েদের জেহাদি শিক্ষা দিতেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও বর্ধমানের জঙ্গিদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজটি করতেন শাহানুর আলম।

সূত্র আরও জানায়, সুজান ও শাহনুর জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। গোয়েন্দারা মনে করছে শাহানুর আলমকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এই কারণেই তাকে কলকাতা নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।