ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোটের কাজে ডাক পড়ল প্রার্থীর!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

কলকাতা: বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদবাজারের কেন্দ্র বিধায়ক। নাম ধীরেন বাগদী।

পেশায় প্রাথমিক শিক্ষক।

এবারও তিনি বিধানসভার ভোটে সিপিএম প্রার্থী সাইথিয়া কেন্দ্রে। তিনি যখন নির্বাচনী রণকৌশল নিয়ে ব্যস্ত তখনই নির্বাচন কমিশন তাকে ভোটকর্মী রূপে প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার চিঠি দিয়েছে।

এই ঘটনায় বিরক্ত ধীরেন বাগদি বাংলানিউজকে বলেন, ‘শিউলিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। গতবারই প্রথম বিধায়ক নির্বাচিত হই। এবার দেখি জেলা নিবাচনী দফতর থেকে অন্যান্য শিক্ষকের মতো আমাকেও চিঠি পাঠিয়েছে ভোটকর্মী হওয়ার জন্য। ’

মহকুমা শাসককে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসন এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, উনার নামটা ভূল করে চলে এসেছে। আমরা চিনতে পারিনি। তাই চিঠি গেছে। উনি আবেদন জানালে বাতিল করে দেওয়া হবে।

ভারতীয় সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।