ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: চলছে জমজমাট কলকাতা বইমেলা। প্রিয় লেখকের বই কিনতে বইপ্রেমীরা প্রতিদিন ভিড় করছেন মেলায়।

কলকাতা বইমেলার সঙ্গে বাংলাদেশের রয়েছে আত্মিক সম্পর্ক। দুই বাংলার সৌহার্দ্য আর বাড়াতে বৃহস্পতিবার বইমেলায় ছিলো ‘বাংলাদেশ দিবস’।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ উপলক্ষে মেলার এসবিআই অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেলে ‘বাংলাদেশের কথাসাহিত্যে কৈবর্ত জীবন সংগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ বিশ্বাস এবং কথাসাহিত্যিক ড. হরিশঙ্কর জলদাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হরিশঙ্কর জলদাস।

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ৩৯তম কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে। মেলা  চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।