ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরের জেলাগুলোতে প্রচার শেষ মমতার

নির্দলদের ভোট না দেওয়ার আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
নির্দলদের ভোট না দেওয়ার আবেদন

কলকাতা: রাজ্যের উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবার ভোট প্রচার শেষে শুক্রবার  কলকাতায় ফিরেছেন তৃণমুলনেত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, রাজগঞ্জ, শিলিগুড়ির সেবক রোডের সার্কাস ময়দান ও বাঘাযতীন পার্কে জনসভা করেন মমতা।



সভাগুলোতে মমতা বলেন, নির্দল প্রার্থীদের ভোট দেওয়ার মানে সিপিএমকে ভোট দেওয়া। রাজ্যে আমরা ক্ষমতায় আসলে উত্তরবঙ্গে শিল্প হবে। কৃষি জমিতে আমরা কোনো শিল্প করবো না। মা, মাটি, মানুষের সরকার গড়ে তুলতে জোট প্রার্থীদের ভোট দিন।

তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, আমরা ক্ষমতায় আসলে নতুন মাদ্রাসা করব। উর্দুকে রাজ্যের দ্বিতীয় ভাষা করবো।

শুক্রবার সকালে কলকাতায় মায়ের সঙ্গে পহেলা বৈশাখের জন্য দেখা করে মমতা চলে যাবেন তার নির্বাচনী সফরে।

প্রথম জনসভাটি হবে বেলা ১২টায় মুর্শিদাবাদের জলঙ্গিতে। সেখান থেকে হেলিকপ্টারে ভগবানগোলায়, সাগরদিঘি হয়ে তিনি যাবেন হরিহরপাড়ায়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।