ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ সোমবার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ সোমবার

কলকাতা: বাংলাদেশের প্রতিবেশি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সোমবার। রাজ্যের উত্তরের ৬টি জেলার ৫৪টি আসনে এদিন ভোট নেবে নির্বাচন কমিশন।

 

কোচবিহার থেকে মালদা পর্যন্ত ভোটের প্রচার শনিবার বিকেল ৪টায় শেষ হয়েছে।

উত্তরের জেলাগুলোর ৫৪টি কেন্দ্রের ফলাফলের দিকে নজর রাখবে সব রাজনৈতিক দলই।

বামফ্রন্ট বা তৃণমূল জোট যারাই এখানে বেশী আসন পাবে তারাই অনেকখানি এগিয়ে যাবে রাজ্যের পরবর্তী সরকার গঠনের দিকে।

ভোটের প্রচারে এরইমধ্যে কংগ্রেস-তৃণমূল জোটের হয়ে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, ্প্রণব মুখার্জি, মমতা ব্যানার্জি প্রচার চালিয়েছেন।

বামফ্রন্টের পক্ষে সিপিএম পলিটব্যুরোর নেতা সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, বিমান বসু, গৌতম দেব সভা করেছেন।

বিজেপির হয়ে প্রচারে আসেন অরুণ শৌরি, বলিউডের সাবেক তারকা হেমা মলিনীর মতো হেভিওয়েটরা।

প্রবল উত্তেজনা ভরা এই প্রচার যুদ্ধে সামান্য কিছু অশান্তির ঘটনা থাকলেও মোটামুটি শান্তিতেই মিটেছে প্রচারপর্ব।

সোমবার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের কেন্দ্রগুলের মধ্যে শিলিগুড়িতে লড়াই করছেন রাজ্যের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, কোচবিহারের মাথাভাঙায় বনমন্ত্রী অন্তত রায়, আলিপুরদুয়ারে পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী, উত্তর দিনাজপুরের ইটাহারে অসামরিক প্রতিরক্ষামন্ত্রী শ্রীকুমার মুখার্জি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সমাজকল্যানমন্ত্রী বিশ্বনাথ চৌধুরী ও মালদা রতুয়া কেন্দ্রে আছেন পরিবশেমন্ত্রী শৈলেন সরকার।

প্রথম দফার নির্বাচনে এবার নানা কারণে দার্জিলিং পাহাড়ের ৩টি কেন্দ্রের দিকে নজর থাকবে। বেশ কয়েকবছর পর এবারই পাহাড়ে প্রকাশ্য জনসভা করেছে সিপিএম ও পার্বত্য পরিষেদের সাবেক চেয়ারম্যান সুভাষ ঘিসিং।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।