ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমি বিনিময় চুক্তি নয়, দুইদেশের আস্থাও বেড়েছে

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
ভূমি বিনিময় চুক্তি নয়, দুইদেশের আস্থাও বেড়েছে ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ভারতের লোকসভায় পাস হওয়া স্থল সীমান্ত চুক্তি দুই দেশের মধ্যে আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বেলে মনে করেন দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু।

ভারতের নয়াদিল্লিতে দুইদিনব্যাপী ‘বাংলাদেশ-ভারত ডায়ালগ’ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।



সুরেশ প্রভু  বলেন,ভারত-বাংলাদেশ স্থল সীমা সংশোধনী ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষে পাস হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে।

‘এটি শুধু ভূমি বিনিময় চুক্তিই নয়, দুই দেশের মধ্যে আস্থাও বাড়িয়ে দিয়েছে বহুগুণ,’ যোগ করেন তিনি।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন সুরেশ প্রভু।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।