ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গড় বৃষ্টিপাত ১২ শতাংশ কমবে ভারতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ২, ২০১৫
গড় বৃষ্টিপাত ১২ শতাংশ কমবে ভারতে

কলকাতা: এবছর ভারতে গড় বৃষ্টিপাত ১২ শতাংশ কম হবে বলে জানিয়েছেন ভারতের পরিবেশমন্ত্রী হর্ষ বর্ধন।

মঙ্গলবার (২ জুন) তিনি একথা জানান।



গত এপ্রিল মাসে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, গড় বৃষ্টিপাতের তুলনায় এবার সাত শতাংশ কম বৃষ্টি হবে ভারতে। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের দেওয়া তথ্যে চিন্তার ছায়া ভারতের কৃষিভিত্তিক রাজ্যগুলিতে।

এরইমধ্যে ভারতে তাপদাহের ফলে এবছর অন্য বছরের তুলনায় অনেক বেশি মানুষ মারা গেছেন। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলায় চাষ ও পানীয় জলের সমস্যা শুরু হয়ে গেছে এরইমধ্যে। বাড়তে শুরু করেছে গোটা দেশে খাদ্যপণ্যের দাম। বিগত দুই মাসে কলকাতার বিভিন্ন বাজারে ডালের দাম ১৭ থেকে ২০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে তাপদাহের ফলে প্রচুর সংখ্যক মুরগি মারা যাওয়ায় মাংসের দাম গোটা ভারতে বেশ কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কলকাতার নিউমার্কেটের পাইকারি মুরগি বিক্রেতারা। ইতিমধ্যেই মারা গেছে ১৭ লাখ মুরগি। এতে ডিমের দামও আগামীতে বাড়বে বলে মনে করছেন পাইকারি ডিম বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।