ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে তাপপ্রবাহে মৃতের সংখ্যা ছাড়ালো ২২০০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ভারতে তাপপ্রবাহে মৃতের সংখ্যা ছাড়ালো ২২০০ সংগৃহীত

কলকাতা: ভারতে তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। শনিবার (৩০ মে) পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২০৭ জনে।



শুধু শুক্রবার (২৯ মে) তাপপ্রবাহে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশায় ২০২ জন মারা গেছেন। শনিবার অন্ধ্রপ্রদেশে মারা গেছেন ১৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতের তেলেঙ্গানা রাজ্যে গরমে মারা গেছেন ৫২ জন। এই সংখ্যা ওড়িশায় ১৭।

অন্যদিকে পশ্চিমবঙ্গে এবার দেরিতে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাধারণত ৮ জুন পশ্চিমবঙ্গে সরকারি হিসাব বর্ষাকাল শুরু ধরা হয়। ৩ জুন থেকে ভারতের উপকূলবর্তী রাজ্য কেরলে বৃষ্টি শুরুর পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।