ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

শুক্রবার রাত সোয়া ৯টায় ঢাকায় নামছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুন ৫, ২০১৫
শুক্রবার রাত সোয়া ৯টায় ঢাকায় নামছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সফরসঙ্গী হিসেবে ফের বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি ঢাকা পৌঁছাবেন একদিন আগে।

মোদি শনিবার পৌঁছালেও মমতা পৌঁছাচ্ছেন শুক্রবার রাতে।

ভারতীয় সময় শুক্রবার (জুন ০৫) রাত ৭টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ‘এ আই ২০৩’ নম্বর প্লেনে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন মমতা।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন আরও পাঁচজন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বাংলাদেশ সফর। দু’দিনের সফরে নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা শনিবার (০৬ জুন) সকাল সোয়‍া ১০টার দিকে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।