ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট হ্যাকড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট হ্যাকড

কলকাতা: হ্যাকারদের কবলে পড়লো পশ্চিমবঙ্গ সরকারের ওয়েব সাইট ‘বাঙলার মুখ ডট কম’। পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়েবসাইটে হঠাৎ করেই রোববার (২৮ জুন) সন্ধ্যা থেকে একটি বিশেষ ছবি সহ কিছু কথা ভেসে ওঠে।



হিজাব পরা এক নারীর মুখের ছবির পাশে ভেসে ওঠে, নারীদের পর্দার অন্তরালে রাখার স্বপক্ষে মতামত।

ওয়েব সাইটটি হ্যাক হয়েছে- এমন তথ্য জানতে পেরে তৎপরতা শুরু হয় সরকারি মহলে। ওয়েবসাইট যে সংস্থা সরকারের তরফে দেখভাল করে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

সেই সংস্থার সূত্রে জানা, গেছে অনেক চেষ্টা করেও ওয়েব সাইটটি থেকে ছবি মুছে ফেলা যায় নি। এরপর ওয়েব সাইটটি বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু কারা এ ঘটনার পেছনে রয়েছে অথবা তাদের উদ্দেশ্য বা দাবি কী, সেই বিষয়ে এখন কোনো খবর পাওয়া যায়নি। তবে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে তালেবানী ফতোয়া নিয়ে গোটা রাজ্যে যথেষ্ট চাঞ্চল্য পড়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।