ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাস্তায় পানির এটিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
কলকাতার রাস্তায় পানির এটিএম

কলকাতা: চলতি পথে পিপাসা মেটাতে এবার কলকাতার রাস্তায় বসানো হলো পানির এটিএম। প্রথমে একটি বসানো হলেও পর্যায়ক্রমে এটি বসানো হবে গোটা শহরজুড়ে।



পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনায় তৈরি ‘প্রাণধারা পরিশুদ্ধ পানীয় জল’ এ পানির এটিএমের মাধ্যমে পাওয়া যাবে। লিটারপ্রতি মাত্র দুই রুপি খরচ করে এ এটিএম থেকে পানি নিতে পারবেন গ্রাহক।

কলকাতার গরিয়াহাট এলাকায় এ ধরনের প্রথম পানির এটিএম ইতোমধ্যেই চালু হয়ে গেছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে ২শ এ ধরনের এটিএম বসবে।

শুধু রাস্তায় নয়, বিদ্যালয়, কলেজসহ অন্যান্য জায়গায়ও এটিএম বসানোর পরিকল্পনা আছে রাজ্য সরকারের।

২৪ ঘণ্টা পানি পাওয়ার সুবিধা এবং বাজারমূল্য থেকে অনেক দামে এই পাওয়া যাওয়ায় এরই মধ্যেই এটিএম নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

এটিএমের নিরাপত্তার জন্য সর্বক্ষণ থাকছে প্রহরার ব্যবস্থা। দুই রুপির কয়েন ফেললেই আপনার নিয়ে যাওয়া বোতল বা পাত্রে যন্ত্রের মুখ থেকে বেরিয়ে আসবে পানি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।