ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) ত্রিপুরার দক্ষিণ জেলার খেদাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, একটি মিনিবাস জেলার গৌরাঙ্গ বাজার এলাকা থেকে ৩৪জন যাত্রী নিয়ে নেহালনগর যাচ্ছিলো। পথে খেদাবাড়ী এলাকার সিঙ্গারবিলের কাছে বাসের সামনের চাকার অ্যাক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুই জনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- মিলন শীল, প্রতিমা দাশ, রত্না চৌধুরী, বিকি দেবনাথ, যতন দাশ, অনিতা দেবনাথ।

ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক রয়েছে।

খবর পেয়ে দক্ষিণ জেলার জেলা শাসক দেবাশিষ বসু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবার প্রতি দেড় লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে মৃতদেহ সৎকারের জন্য আরও দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।