ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কংগ্রেস ছেড়ে ১৩০ জনের সিপিআইএম-এ যোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, ফেব্রুয়ারি ২, ২০১৬
ত্রিপুরায় কংগ্রেস ছেড়ে ১৩০ জনের সিপিআইএম-এ যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় ৫০ পরিবারের ১শ ৩০ জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিআই (এম) দলে যোগ দিয়েছেন। নবাগতদের নেতারা লাল গোলাপ দিয়ে বরণ করে নেন।



সিপিআই (এম) দলের পূর্ব ত্রিপুরা অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগরতলার ধলেশ্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই (এম) নেতা এবং ত্রিপুরার বিদ্যুৎ ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে।

মন্ত্রী বলেন, বামফ্রন্ট তথা সিপিআই (এম) দল বিকল্প দৃষ্টিভঙ্গি ও বিকল্প কর্মসূচি নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো, নিপীড়িত ও সাধারণ মানুষের জন্য কাজ করা।

পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ বছর কংগ্রেস ভারতের শাসন ক্ষমতায় থাকলেও তারা দেশকে খুব একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারেনি।

সমাবেশে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌরসভার মেয়র ও সিপিআই (এম) নেতা ড. প্রফুল্লজীৎ সিনহা ও ডিওয়াইএফ’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তীসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।